ইসলামি শিক্ষার মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব – বদরুল ইসলাম শোয়েব

183

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন- মাদ্রাসার শিক্ষার্থীরাও মেডিক্যাল কলেজ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে সাথে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। দ্বীনি শিক্ষা অর্জন করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। প্রকৃত ইসলামি শিক্ষা দানের মাধ্যমে অল্পসময়ের মধ্যে গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। সিলেট নগরীর জামিআ ফারুক্বিয়াহ্ আয়োজিত গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গতকাল শনিবার সকালে হাফিজ মাওলানা ক্বারী আবদুল মতিনের সভাপতিত্বে এবং মাওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মদন মোহন কলেজের সহযোগী অধ্যাপক আকবর হোসেন চৌধুরী।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মাওলানা ইছলাহ উদ্দিন জোয়ারদার, মাওলানা আবদুল আজিজ,  শিক্ষানুরাগী তৈয়বুর রহমান, মাখন মিয়া, রফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি