শাবির ভর্তি পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক

39

স্টাফ রিপোর্টার :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৫-১৬  শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের এবং দুপুর আড়াইটায়‘ বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের পরীক্ষায় মোট ১৪৪৮ আসনের বিপরীতে ৪১,২৮৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে ২৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্যে আবেদন করেন।
সকাল ১১টায় কেন্দ্র পরিদর্শনে যান উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া। এ এবং বি ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদন করে যথাক্রমে ২৬ এবং ৩১ জন শিক্ষার্থী।
এদিকে ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টাকালে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার নগরীর রাগীব রাবেয়া মেডিকেল কলেজ কেন্দ্রে অপর একজনের হয়ে পরীক্ষা দিতে এসে সে আটক হয়। তবে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
তাকে ভ্রাম্যমান আদালত জিজ্ঞাসাবাদ কালে সে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করার হচ্ছিল।