প্রত্যেক মানুষকেই ভগবত কেন্দ্রীক হওয়া উচিত – ড. হিমাদ্রী

30

গতকাল ১২ নভেম্বর বৃহস্পতিবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন সিলেটে অন্নকূট ও গোবর্ধন পূজা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে প্রায় ১২শ আইটেম সহকারে ভগবান দামোদরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়। উৎসবে দুপুর ১২টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায় বলেন, প্রতি প্রত্যেক মানুষকেই ভগবত কেন্দ্রীক হওয়া উচিত। ভগবত কেন্দ্রীক হলেই মানবতার কল্যান সাধিত হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি সকলকেই পারমার্থিক শিক্ষা গ্রহনে মনযোগী হতে হবে। তবেই আলোকোজ্জ্বল সমাজ গঠন সহজতর হবে। সমাজ থেকে দুর হবে বিষাদ অন্ধকার। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন সিলেটের অধ্যক্ষ পাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীহট্ট সংস্কৃতি কলেজের অধ্যক্ষ ড. দীলিপ কুমার দাস চৌধুরী এডভোকেট, কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নির্মল চন্দ্র রায়, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রীমতি জয়শতি রানী দাস ও সিলেট সিটি কর্পোরেশন কাউন্সিলর দিবা রানী দে। অনুষ্ঠানে উপস্থাপনা করেন দেবাংমৃত নিতাই দাস।
অন্নকূট উৎসবে দিনব্যাপী নানা অনুষ্ঠান সুচির মধ্যে ভোর সাড়ে ৪টায় মঙ্গল আরতি, সকাল সাড়ে ৭টায় দর্শন আরতি, সকাল ৮টায় ভাগবতম পাঠ, দুপুর ১২টায় রাজভোগ প্রদান, দুপুর ১টায় আলোচনা সভা, দুপুর ২টায় সর্বস্তরের ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য, অন্নকূট শব্দের অর্থ অন্ন+কূট অর্থাৎ অন্নের পাহাড়। এই উৎসবে গিরীরাজ, গোবর্ধন, গো এবং ব্রাহ্মনের পূজার বিধান শাস্ত্রে দেওয়া আছে। দ্বাপরযোগে এই তিথিতে ভগবান দামোদর (গোপাল) ইন্দ্রের প্রকোপ থেকে ব্রজবাসীদের অভয় দেওয়া জন্য গিরীরাজ গোবর্ধনের পূজা এবং গো এবং ব্রাহ্মন পূজার প্রচলন করেছিলেন। কলিযোগে মাধবেন্দ্রপুরীপাদ পুনরায় ভগবান দামোদরকে গোবর্ধন পর্বতে মন্দির স্থাপন করে প্রতিষ্ঠিত করার মাধ্যমে এই উৎসবের প্রচলন করেন। বিজ্ঞপ্তি