দক্ষিণ সুরমা উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা

33

সিলেট জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষকলীগ। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিকে অনুসরণ করে কৃষকলীগ নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলা গড়তে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষকবান্ধন সরকার। কৃষকদের জীবন মান উন্নয়নের সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। মতভেদ ভুলে গিয়ে কৃষকদের কল্যাণে নেতাকর্মীদের এক যোগে কাজ করার আহবান জানান।
তিনি গতকাল ১২ নভেম্বর বৃহস্পতিবার রাতে চন্ডিপুলস্থ কমিউনিটি সেন্টারে দক্ষিণ সুরমা উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা কৃষকলীগের সভাপতি আফতাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি হাজী দুদু মিয়া, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কবির, আলমাছ আহমদ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, কৃষি ঋণ ও পুনর্বাসন সম্পাদক নজির আলী নজই, পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক লিলু মিয়া, দপ্তর সম্পাদক তোয়াহিদ আলী, সহ আইন বিয়ক সম্পাদক সুরমান আলী, বরইকান্দি ইউনিয়ন কৃষকলীগ সভাপতি এস.এম এখলাছ, সিলাম ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, লালাবাজার ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মোগলাবাজার ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ইসকন্দর আলী প্রমুখ।
সভায় আগামী ৩০ নভেম্বরের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন সম্মেলন সম্পন্ন এবং আগামী ৫ ডিসেম্বর দক্ষিণ সুরমা উপজেলা কৃষকলীগের সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি