কোনো দল নির্বাচনে না এলে জোর করবে না ইসি-ইসি সচিব

30

কাজিরবাজার ডেস্ক :
নির্বাচনে অংশগ্রহণ করা রাজনৈতিক সিদ্ধান্ত। কোনো দল নির্বাচনে তা এলে তাদের জোড় করবে না নির্বাচন 2015_09_07_20_01_07_w7wujjDiWSZGSNmB9JG48O9J1t8APf_originalকমিশন (ইসি)। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম।
গতকাল সোমবার ঢাকার শেরেবাংলা নগরে ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আপনারা দলের নিবন্ধন করেছেন নির্বাচন করার জন্য। এখন যদি মনে করেন নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তাহলে তো আপনাদের নির্বাচন করার জন্য কেউ জোড় করবে না। নির্বাচন করা, না করা এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। তবে আমরা আশা করবো নিবন্ধিত সব রাজনৈতিক দল এ নির্বাচনে অংশগ্রহণ করবেন। যাতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে পারেন।’
তিনি বলেন, ‘আমি কোনো বিতর্কে জড়াতে চাই না। নির্বাচন কমিশনের দায়িত্ব সবার জন্য সমান সুযোগ তৈরি করা। এ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ আছে। প্রত্যেক রাজনৈতিক দলের কাঠামো আছে। দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সবাই নির্বাচনে প্রচারণায় যেতে পারবেন। তাদের তো নির্বাচনের প্রচারণায় যেতে বাধা নেই। এটা সরকারি দল যেমন পারবে, অন্য দলও পারবে। সবার জন্য সমান সুযোগ রয়েছে।’
পৌরসভা নির্বাচনের তফসিলের বিষয়ে তিনি বলেন, ‘খসড়া নির্বাচন পরিচালনা বিধিমালা ও আচরণবিধিমালায় সংশোধনী এনে আমরা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ভেটিং হয়ে এলেই নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে।’
সচিব বলেন, ‘যেহেতু এটি প্রথমবারের মতো দলীয়ভাবে নির্বাচন হবে। তাই এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে। যেমন কিছু ফর্ম আছে। এ নির্বাচনের জন্য নোমিনেশন ফর্ম লাগবে, যা অনুমোদনের ব্যাপার আছে। তফসিলের তারিখ দিলেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নোমিনেশন ফর্ম চাইবে। বিধিমালা ঠিক হয়ে না এলে আমরা সে নোমিনেশন ফর্ম তৈরি করতে পারছি না।’