৭০ ভাগের বেশি আসন পাচ্ছে সুচির দল

30

কাজিরবাজার ডেস্ক :
মিয়ানমারের যুগান্তকারী সাধারণ নির্বাচনে ৭০ ভাগ আসন পাওয়ার আশা প্রকাশ করেছে বিরোধী দলীয় নেত্রী myanmar-_90080অং সান সুচির দল। সোমবার সংবাদ সংস্থা এফপি’কে এ কথা জানিয়েছেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সংক্ষেপে এনএলডি।
এনএলডি মুখপাত্র উইন থেইন বলেছেন,‘আমরা গোটা দেশে ৭০টির বেশি আসনে জয়লাভ করতে চলেছি। কিন্তু নির্বাচন কমিশন এখনো তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।’
গতকাল সোমবার সকাল থেকেই ক্ষমতাসীন সামরিক মদদপুস্ট শাসকদলের নেতাদের পরাজিত হওয়ার খবর আসতে থাকে। এদের মধ্যে অন্যতম হচ্ছেন মিয়ানমার পার্লামেন্টর নিম্ন কক্ষের স্পিকার শিউ মান। তিনি নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী এনএলডি দলের ইউ থান নাইওন্তকে ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন।
সোমবার মিয়ানমারের সরকার সমর্থিত পত্রিকায় রোববারের নির্বাচনকে স্বাগত জানিয়ে লিখিত এক প্রতিবেদনে একে ‘নতুন যুগের সূচনা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।