নবীগঞ্জে ৩ যুবককে গাছের সাথে বেঁধে পিটুনি

36

Nabi_goruchur(1)নবীগঞ্জ থেকে সংবাদদাতা :
নবীগঞ্জ উপজেলার বাংলাবাজারে তিন যুবককে গরু চুরির অভিযোগে গাছের সাথে বেঁধে বাংলা ভাইয়ের কায়দায় ব্যাপক পিটুনি দিয়েছে স্থানীয় কিছু মাতব্বর। যুবকদের গাছের বেঁধে চরম বৃষ্টির মধ্যে শত শত জনতার সামনে পিটানো হয়। বাংলা ভাই স্টাইলে চোর পিটানোকে গণপিটুনি বলে পুলিশ হাতে তুলে দেয়া হয়েছে তিন যুবককে। নবীগঞ্জ থানা পুলিশ তিনজনকে চুরি অভিযোগে জেল হাজতে পাঠিয়েছে।
জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের ষাটকাহন গ্রাম থেকে গতকাল দিন দুপুরে একটি গাভী চুরি করে নিয়ে যাওয়ার সময় ৩ চোরকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
গত সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ষাটকাহন গ্রামের মিঠু মিয়ার একটি গাভী তার বাড়ীর নিকটস্থ একটি মাঠ থেকে চুরি করে নিয়ে যায় ৩ চোর। নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাংলাবাজারের নিকট থেকে একটি গাড়ীতে তোলে নিয়ে পালানোর সময়  উপজেলার বাল্লিরা এলাকার আকল আলীর ছেলে আব্বাস মিয়া (২২), এনাতাবাদ গ্রামের আঃ বারিকের ছেলে রাজু মিয়া (২২) ও মাসুক মিয়ার ছেলে কুহিনুর মিয়া (২২)কে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে গাভীটি মালিক মিঠু মিয়াকে ফেরত দেয় জনতা।
এলাকাবাসী জানান এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাইর অভিযোগ রয়েছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেছেন তিনজনকে চুরি অভিযোগে জেল হাজতে পাঠিয়েছেন।