স্মরণ সভায় বক্তারা ॥ আব্দুস সামাদ আজাদ ছিলেন এক কিংবদন্তি

227

Samad Azad Picজেলা ও মহানগর আওয়ামীলীগ : ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভায় বক্তারা বলেন, আব্দুস সামাদ আজাদ ছিলেন একজন কিংবদন্তি, এক মহানায়ক। তিনি ভাষা আন্দোলন ও মহান মুক্তিযোদ্ধে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। এছাড়াও স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি বঙ্গবন্ধুর কাছে তেকে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন- সিলেট মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ বক্স।
আওয়ামী লীগ নেতা মো. সায়ফুল আলম রুহেল ও এডভোকেট রনজিত সরকারের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, অ্যাভোকেট মশাহিদ আলী, মো. সাইফুল আলম রুহেল, এমাদ উদ্দিন, ডা. আরমান আলী শিপলু, আজহার উদ্দিন জাহাঙ্গীর, কবির আহমদ, এটিএম হাসান জেবুল, আবু জাহিদ, এজাজুল হক এজাজ, জাফর আহমদ চৌধুরী, শামীম রশিদ চৌধুরী, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মঈনুল ইসলাম, মোস্তাক হোসেন মফুর, মোশফিক জায়গিরদার, মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, কামরুল ইসলাম, মুক্তার খান, জামাল চৌধুরী, মুক্তাধির আহমদ মুক্তা, দেবাংশু দাশ মিঠু, মো. বুরহান উদ্দিন প্রমুখ।
সিলেট পেশাজীবী পরিষদ : বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিলেট বিভাগের কৃতি সন্তান খ্যাতিমান রাজনীতিবিদ আব্দুস সামাদ আজাদ’র ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মেট্রোপলিটন ল‘ কলেজ‘র হল রুমে সিলেট পেশাজীবী পরিষদ‘র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট পেশাজীবী পরিষদ‘র আহবায়ক লেঃ কর্ণেল (অব.) প্রিন্সিপাল আতাউর রহমার পীর’র সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক নুরুল ইসলাম‘র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোজাম্মেল হক, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব আতাউর রহমান, দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দিপু, বৈদেশিক সাংবাদ দাতা সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট তাজ উদ্দিন, সিলেট পেশাজীবী পরিষদ’র রোটারী ক্লাব অব জালালাবাদ‘র প্রেসিডেন্ট নমিনি এডভোকেট মোজাক্কির হোসেন কামালী, সাপ্তাহিক নকশী বাংলা পত্রিকার সম্পাদক সালেহ আহমদ হোসাইন, সচেতন নাগরিক ফোরাম সিলেট‘র যুগ্ম আহবায়ক ফয়জল বারী, সিলেট ইসলামী সাহিত্য পরিষদ‘র সাধারণ সম্পাদক এম রহমান, রূপসী বাংলা ইনভেস্ট‘র ফোরাম‘র চেয়ারম্যান শামসুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, এডভোকেট আল আসলাম মুমিন, সিলেট পেশাজীবী পরিষদ’র সদস্য শাহাদত করিম চৌধুরী, লামিম খান, ইমতিয়ার হোসেন আরাফাত, আব্দুল লতিফ, শারমিন কবীর, মিটু দাস জয়, জিল্লুর রহমান।
সভাপতির বক্তব্যে সিলেট পেশাজীবী পরিষদ’র আহবায়ক লেঃ কর্ণেল (অব.) প্রিন্সিপাল আতাউর রহমার পীর বলেন, সাবেক পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদের অবর্তমানে বাংলাদেশ যেমন হারিয়েছে একজন প্রজ্ঞাবান ব্যক্তিত্বকে তেমনি হারিয়েছে একজন বিশিষ্ট রাজনীতিবিদকে। প্রয়াত পররাষ্ট্র মন্ত্রী সিলেটের বিভাগের গর্বিত সন্তান আব্দুস সামাদ আজাদ আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার  সংগ্রামে স্বোচ্ছার ছিলেন। বৃটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান অনস্বীকার্য। যে গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গিয়েছেন তা বাংলাদেশে আজ হুমকির সম্মুখিন। তার স্বপ্নময় গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হউক আজকের দিনে আমরা তা প্রত্যাশা করি। আলোচনা সভা শেষে এই কীর্তিমান নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সিলেট বিভাগ জনকল্যাণ ট্রাষ্ট‘র চেয়ারম্যান মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
কাউন্সিলর আফতাব হোসেন খান : আলহজ্ব আব্দুস সামাদ আজাদ দেশের রাজনীতিক ইতিহাসে কিংবদন্তী হয়ে থাকবেন, তিনি তার কর্মের মাঝেই আমাদের মাঝে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টায় পশ্চিমপীর মহল্লায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় নবনির্বাচিত কাউন্সিলর আফতাব হোসেন খান এ কথা বলেন। আলহাজ্ব শফিকুল আহমদ ভূইয়ার সভাপতিত্বে জিল্লুর রহমানের পরিচালনায় কাউন্সিলর আফতাব হোসেন খান বলেন মরহুম জননেতা আব্দুস সামাদ আজাদ আমাদের রাজনীতির অহংকার। তিনি তার কর্মের মধ্যে আমাদের মাঝে বেঁচে থাকবেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নওশেরান চৌধুরী, ফয়জুল হক, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আবুল কালাম, মোঃ শুকুর আলী, মাওলানা আব্দুর রউফ, হাফিজ আলাউদ্দিন, রাজন আহমদ, আবুল হোসেন, কামাল আহমদ প্রমুখ। এদিকে বাদ আছর পশ্চিমপীর মহল্লা জামে মসজিদে আলহাজ্ব শফিকুল আহমদের উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে মিলাদ পরিচালনা করেন পশ্চিমপীর মহল্লা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রউফ।
জগন্নাথপুর থেকে সংবাদদাতা জানিয়েছেন : সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, এশিয়া মহাদেশের প্রখ্যাত কূটনীতিবিদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় নেতা প্রয়াত আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপি জাতীয় নেতার মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মহলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। প্রথমে জাতীয় নেতার গ্রামের বাড়ি উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভূরাখালি গ্রামে জগন্নাথপুর উপজেলা হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গ্রামের প্রবীণ মুরব্বী আশরফ উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গ্রামের শালিসি ব্যক্তি আব্দুল হাফিজ, জিতু মিয়া, আকিক মিয়া, সাহিদুর রহমান, মুক্তিযোদ্ধা আছলম উল্লাহ, উপজেলা হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমূখ। এদিকে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সামাদ আজাদের ঘনিষ্ট সহচর সিদ্দিক আহমদ। জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ূম মশাহিদ, উপজেলা যুবলীগের আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর কামাল উদ্দিন, যুগ্ম-আহবায়ক আবুল হোসেন লালন, সাইফুল ইসলাম রিপন, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান মুজিব, যুগ্ম-সম্পাদক রুমেন আহমদ, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ। অপরদিকে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব ভবনে পৃথকভাবে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি ডাঃ নয়ন রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাংবাদিক উপদেষ্টা ওয়াহিদুর রহমান ওয়াহিদ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তখদ্দুছ আলী সুহেল, সহ-সভাপতি কুহিনুর ওয়াহিদ, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, হাছিনুর রশীদ ভূঁইয়া, সাহিত্য সম্পাদক মিছলুর রহমান, প্রচার সম্পাদক আনিসুর রহমান আবু, দপ্তর সম্পাদক শাহ এসএম ফরিদ, তথ্য ও গবেষনা সম্পাদক মীরজাহান মিজান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নীলপদ্ম রায়, সদস্য ডালিম আহমদ ভূইয়া, গোলাম সারোয়ার, আলী আছগর ইমন, আব্দুল মমিন প্রমুখ। এছাড়া জগন্নাথপুর উপজেলা সামাদ আজাদ স্মৃতি সংসদ ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিল্পপতি আলহাজ্ব শফিকুল আহমদ ভূঁইয়ার উদ্যোগে পৃথকভাবে জাতীয় নেতার রুহের মাগফেরাত কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও বিভিন্ন মন্দিরে প্রার্থনা করা হয়েছে বলে সামাদ আজাদ স্মৃতি সংসদের সদস্য সচিব জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র জানান। আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদ রাণীগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে পৃথকভাবে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্মৃতি সংসদের উপদেষ্টা সদস্য হাজী সাজিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ডাঃ বুলু দেব, মন্তোষ দেব, রিপন আহমদ, শাফি মিয়া, সাইদুর রহমান আমিন, আক্তার হোসেন, ডাঃ অধীন্দ্র সূত্রধর, সেবক চন্দ্র বিশ্বাস, মিজানুর রহমান, তুরন মিয়া, আজাদ মিয়া, আমজাদ তালুকদার, রুহুল আমিন পাপ্পু প্রমুখ। সভায় মোনাজাত পরিচালনা করেন রাণীগঞ্জ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। সামাদ আজাদের রুহের মাগফেরাত কামনা করে জগন্নাথপুর উপজেলা হকার সমিতির উদ্যোগে দোয়া কামনা করা হয়েছে বলে হকার সমিতির সভাপতি নিকেশ বৈদ্য ও সাধারণ সম্পাদক রতন মিয়া জানিয়েছেন। এছাড়া আরো বিভিন্ন মহল ও সামাজিক সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখা : জাতীয় নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মরহুম জননেতা আব্দুস সামাদ আজাদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখার উদ্যোগে তালতলাস্থ টি এন টি ফেডারেল ইউনিয়ন কার্যালয়ে শোক সভা অনুষ্টিত হয়। কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজের  সভাপতিত্বে সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক শামীম রশিদ চৌধুরীর পরিচালনায় সভাপতি তার বক্তব্যে বলেন, আব্দুস সামাদ আজাদ ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিলেটের কৃতি সন্তান, তিনি সারা জীবন সাধারন মানুষের জন্য রাজনীতি করে গেছেন।তার এই আদর্শকে ধারন করে আমাদের এগিয়ে যেতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল জলীল, আব্দুস সত্তার, আব্দুল ওয়াহুদ, সিরাজুল ইসলাম, আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, প্রচার সম্পদক প্রকৌশলী আনোয়ার হোসেন, দপ্তর সম্পদক দুলন রঞ্জন দে, অর্থ সম্পাদক সুমন্ত দেব, শ্রমিক কল্যাণ সম্পাদক মিজানুর রহমান, ক্রিয়া সম্পাদক শাহ আলম ছুরুক, সহ-সম্পদক সাজা মিয়া,নুরুল আলম, আরোও উপুস্থিত ছিলেন সামসুল হক, আদনাল খান হেলাল, অপূর্ব কান্তি দাস, মীর ইয়াদুত, আলী দুলাল, খালেদ আহমদ চৌঃ, আনোয়ার হোসেন, মকবুল হোসেন খান, ফয়ছল মাহমুদ, বখতিয়ার আহমদ, আব্দুল মজিদ, মনির উদ্দিন, আব্দুল রকিব, আব্দুল হামিদ, ফজলুল বারী, আব্দুল মতিন, শাহ নেওয়াজ চৌঃ, শাহ আলম, রাজ উদ্দিন, শেখ রেজাউল করিম. শাহ আলম, সমরেন্দ্র নারায়ণ দাস প্রমুখ।