জগন্নাথপুরে অপহরণের সাড়ে ৩ মাস পর অপহৃতা উদ্ধার, অপহরক গ্রেফতার

38

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে অপহরণের সাড়ে মাস পর অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের আনছার মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করতো নেত্রকোণা জেলার আটপাড়া থানার নারায়ণপুর গ্রামের এংরাজ মিয়ার ছেলে লিটন মিয়া (২৫)। এই সুবাদে একই গ্রামের মরতুজ আলীর মেয়ে তছলিমা বেগমের (১৮) সাথে লিটন মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত প্রায় সাড়ে ৩ মাস আগে প্রেমের টানে প্রেমিক লিটন মিয়ার হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে যায় তছলিমা বেগম। এ ঘটনায় গত ৬ জানুয়ারি তছলিমা বেগমের পিতা মরতুজ আলী বাদি হয়ে লিটনসহ ৩ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এস আই আব্দুল কাদেরের নেতৃত্বে একদল পুলিশ নেত্রকোণা জেলার আটপাড়া থানার নারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে জগন্নাথপুর থানায় নিয়ে আসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল শনিবার জগন্নাথপুর থানার এস আই আব্দুল কাদের জানান, উদ্ধারকৃত ভিকটিমকে সুনামগঞ্জ আদালতে ও অপহরণকারীকে জেল হাজতে প্রেরণ করা হবে।