৬ষ্ঠ দিনের মতো আবারো প্রচারণায় ॥ ক্যান্টনমেন্টে বসে ভোট কেন্দ্রের নিরাপত্তা দেওয়া যায় না

30

175_1_63374কাজিরবাজার ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। ৬ষ্ঠ দিনের মতো সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় নেমে গতকাল সন্ধ্যায় তিনি যান রাজধানীর বারিধারা এলাকায়। সেখানে তিনি মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট  চান। এসম তিনি মাঠ পর্যায়ে সেনা নামানোর দাবি জানান।
তার গাড়ি বহরেও ওপর হামলা প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, হত্যার উদ্দেশ্যে তাকে উদ্দেশ করে গুলি করা হয়েছে। তিনি বলেন, ‘হামলা করে বিএনপিকে দমন করা যাবে না।’
নারী নির্যাতনের জন্য ক্ষমতাসীন নেতাকর্মীদের অভিযুক্ত করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘নিরাপদ নগরীর জন্য তাবিথ আউয়ালকে বাস মার্কায় ভোট দিতে হবে।’
খালেদা জিয়া প্রশ্ন করেন, সেনাবাহিনী বিদেশে শান্তি মিশনে গিয়ে সে দেশের জনগণের নিরাপত্তা দিতে পারলে তারা কেন দেশে জনগণের নিরাপত্তা দিতে পারবে না?
রাজধানীর কুড়িল এলাকায় প্রচার চালানোর সময় একজন পথচারী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘ম্যাডাম, সেনাবাহিনী মোতায়েন ছাড়া সুষ্ঠু ভোট হবে না।’ এ কথা শুনে খালেদা জিয়া বলেন, ‘ক্যান্টনমেন্টে বসে ভোটকেন্দ্রের নিরাপত্তা দেওয়া যায় না। পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে মারা হয়েছে, সে সময় সেনাবাহিনী কোনো ভূমিকা নিতে পারেনি।’
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আমাদের সেনাবাহিনী বিদেশে শান্তি মিশনে গিয়ে সেদেশের জনগণের নিরাপত্তা দিয়ে সুনাম অর্জন করেছে। এখন তারা কেন দেশে জনগণের নিরাপত্তা দিতে পারবে না? ’ তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটকেন্দ্রে সেনা মোতায়েনের দাবি জানান।’
ভোটের দিন সবাইকে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, চট্টগ্রামে বিএনপি-সমর্থিত মনজুর আলম, ঢাকায় তাবিথ আউয়াল ও মির্জা আব্বাসকে তারা ভোট দেবে।
নির্বাচনী প্রচারণায় বের হয়ে এর আগে সোমবার, মঙ্গলবার ও বুধবার পরপর হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর। বুধবার তার গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। সারানোর জন্য গাড়িটি গ্যারেজে থাকায় গতকাল বৃহস্পতিবার প্রচারণায় বের হতে পারেননি তিনি।