জকিগঞ্জ প্রেসক্লাব নিজস্ব ভবন উদ্বোধন ॥ ভবন দাতা ও ভূমি সহায়তাকারীকে সংবর্ধনা

45

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জ প্রেসক্লাবের নব নির্মিত ভবন উদ্বোধন ও ভবন দাতা বাছিত চৌধুরী ও ভুমি প্রাপ্তিতে সহায়তাকারী বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি করেন প্রেসক্লাব সভাপতি এম.এ মালেক চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও হল্যান্ড বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ভবন দাতা বাছিত চৌধুরী। প্রেসক্লাব সহসভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, পৌর মেয়র আব্দুল মালেক ফারুক, দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিক, সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, প্রফেসর এম.এ মতিন চৌধুরী, লায়ন ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিলেটের ব্যুরো প্রধান শাহ্ দিদার আলম চৌধুরী নবেল, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক ও কানাইঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ.হান্নান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাকিম হায়দর, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী, ইউপি চেয়ারম্যান ফোরাম সভাপতি এম.এ.রশিদ বাহাদুর, সমাজ সেবা কর্মকর্তা দেবব্রত দাস, মুফতি আবুল হাসান, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক বদরুল হক খসরু, এখলাছুর রহমান, কোষাধ্যক্ষ শ্রীকান্ত পাল, জকিগঞ্জ সংবাদ সম্পাদক রহমত আলী হেলালী, সাংবাদিক কে.এম মামুন, মোরশেদ আহমদ লস্কর, এনামুল হক মুন্না, ব্যবসায়ী আব্দুল আহাদ, আব্দুস সালাম, আব্দুল মালেক মালই মিয়া, ফরিদ আহমদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক দেবাশীষ রায়, ডা. তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান, প্রজীপ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, মাওলানা ফারুক আহমদ, শিক্ষক বিচিত্র কুমার সিংহ, নাসিম আহমদ, আতিকুর রহমান মনি, মুসলেহ উদ্দিন সোহেল, রিপন আহমদ, আল হাছিব তাপাদার, মেহেদী হেলাল প্রমূখ। অনুষ্ঠানে জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক ফারুক একটি ল্যাপটপ, ব্যবসায়ী বদরুল ইসলাম চৌধুরী একটি কম্পিউটার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী বিশ হাজার টাকা, সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী একটি ২১ ইঞ্চি রঙ্গিন টিভি, উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ একটন টিআর, কসকনকপুর ইউনিয়ন চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর, সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল ও বারহাল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক মিয়া পাঁচ হাজার করে টাকা, ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার একটি পাঠাগার, কলামিষ্ট আফতাব চৌধুরী অর্ধশতাধিক বই প্রদানের ঘোষণা দেন। এছাড়া কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান এম.এ.রশিদ বাহাদুর নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন।