জীবন সাজাই

22

নেছার আহমদ নেছার

আমাকে দুঃখ-বেদনা দিয়ে তুমি নিজেই কষ্ট পাও-
সৈকতে ঝিনুক খোঁজে সূর্যাস্ত করে
ফিরে এসে ক্লান্ত হও
আমার বিষণœতা বাড়ে,
উৎকণ্ঠিত হই আমি জানতো তুমি !!

বর্ণিল স্বপ্নের পাখিরা যখন সৈকতে উড়ে উড়ে খেলা করে
হোস্টেল থেকে দ্রুত বেরিয়ে  পড়
হাওয়ায় ভেসে ভেসে মিশে যেতে চাও
তাদের সাথে।

আমি ঠিক তখন তোমারই মত
ছুটে যাই সাগরের তীরে-
অসীমের মাঝে চোখ রেখে
মহাজগতের রহস্য খুঁজি
অনুভবে তোমাকে নিয়ে স্বপ্ন সাজাই।

আমার মত তুমিও স্বপ্ন দেখ-
অথচ পাখির মত উড়ে উড়ে
মহাশূন্যের মাঝে তোমার স্বপ্নগুলো
সমুদ্র সৈকতে আছড়ে পড়ে—-
আমার অন্তর তাই হাহাকার করে।

দূরে দূরে আর থেকো না-এসো-এসো না কাছে
সংগোপনে-সৈকতে বসে
জীবনের স্বপ্নে জীবন সাজাই ॥