জেলা প্রশাসনের গাড়িতে ফেনসিডিলের চালান, তোলপাড়

40

সিলেটের জেলা প্রশাসনের গাড়ি দিয়ে সরবরাহ করা হয় আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও জেনোসিডিল। দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকের গাড়ি চালক এ মাদক দ্রব্য আমদানি ও সরবরাহ করে থাকে। গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসনের গাড়িসহ বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্যর চালান আটক করে র‌্যাব। এ সময় র‌্যাব-৯ এর সদস্যরা গাড়ি চালক রুমন মিয়াকে (২৭) আটক করে। জিজ্ঞাসাবাদে সে সিলেটের জেলা প্রশাসনের কর্তাব্যক্তিসহ বিভিন্ন লোকের জন্য এই মাদক আমদানি করে থাকে বলে জানায়।
মঙ্গলবার সন্ধ্যায় ফেনসিডিল ও জেনোসেডিল বহন করার সময় নগরীর শিবগঞ্জ শাকিল কমিউনিটি সেন্টারের সামনে জেলা প্রশাসনের গাড়িসহ হাতেনাতে ধরা পড়ে চালক রুমন মিয়া। এ সময় র‌্যাব সদস্যরা গাড়ির ভেতরে ডারবি সিগারেটের কার্টুনে রাখা ১৯৩ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও ১৮২ বোতল ভারতীয় জেনোসিডিল উদ্ধার করে। আটক গাড়ি চালক রুমন মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাগামারা এলাকার ইব্রাহীমের ছেলে। সে সবসময় জেলা প্রশাসক ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত গাড়ি চালিয়ে থাকে। সে সিলেট সার্কিট হাউসের একটি কক্ষে বসবাস করে এ দায়িত্ব পালন করে আসছিল। র‌্যাব কার্যালয়ে দেয়া জবানবন্দিতে রুমন জানায়, মাদকগুলো সে নগরীর শিবগঞ্জের সেনপারাস্থ এক গ্যারেজ মালিকের মাধ্যমে সংগ্রহ করত। মঙ্গলবার ঐ গ্যারেজ মালিকের নির্দেশনামতে জকিগঞ্জ থেকে আসা মাদকের চালান বহন করছিল। আটক রুমন মিয়াকে শাহপরান (রহ.) থানায় হস্তান্তর করা হয়। পুলিশ মাদক আমদানি ও সেবনের সাথে জড়িত অন্যদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। এ ঘটনায় সিলেটে তোলপাড় শুরু হয়েছে। (খবর সংবাদদাতার)