সীমান্তে বিজিবি’র অভিযানে পান ও মাদক আটক

16

For press cliping pictureসিলেট সীমান্তে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ নুর আক্তার এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল জেলার কানাইঘাট উপজেলার অধীনস্থ সুরাইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রায়গড় পাকা রাস্তার উপর হতে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ২৯০ বিড়া ভারতীয় খাসিয়া পান জব্দ করে। জব্দকৃত ভারতীয় খাসিয়া পানের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ৬০,৯০০/- (ষাট হাজার নয়শত) টাকা।
এদিকে, গতকাল ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নোয়াকোট বিওপির টহল দল ছাতক উপজেলার শাহ আরফিন টিলা এলাকা থেকে মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান চালিয়ে ১৩৮ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। উক্ত অভিযানের নেতৃত্ব দেন নাঃ সুবেঃ মুন্সী লাভলুর রহমান। উল্লেখিত অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য- ২,০৭,০০০/- (দুই লক্ষ সাত হাজার) টাকা। আটককৃত মদ স্থানীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে। উল্লেখ্য যে, সিলেট জেলার সীমান্ত এলাকায় ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর সদস্যরা ভারতীয় মাদকদ্রব্যসহ যে কোন চোরাচালান দমনে সার্বক্ষণিক ভাবে তৎপর রয়েছে। বিজ্ঞপ্তি