বিভাগীয় কমিশনারের সাথে শ্রমিক নেতাদের মতবিনিময় ॥ তামাবিল স্থলবন্দরে অবৈধ বাঁশকল বসিয়ে অর্থ আদায় বন্ধ হলে কর্মবিরতি প্রত্যাহার

19

সিলেটের তামাবিল স্থল বন্দর দিয়ে আমধানীকৃত পাথর চুনা পাথর ও কয়লা থেকে অবৈধভাবে বাঁশ কল বসিয়ে পুনরায় অর্থ আদায় বন্ধ ও বাঁশ কল উচ্ছেদের দাবিতে সম্মিলিত মালিক শ্রমিকের ডাকা ৭২ ঘন্টার কর্মবিরতির শেষ দিনে সিলেটের বিভাগীয় কমিশনারের সাথে বৈঠক করেছেন আন্দোলনকারী নেতারা। গতকাল রবিবার দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ বৈঠক থেকে  বিভাগীয় কমিশনার মো: জামাল উদ্দিন আহমেদ বাঁশ কল উঠিয়ে নিয়ে পাথর কোয়ারীর উৎস মুখে বাঁশকল স্থাপন করে বৈধভাবে রাজস্ব আদায়ের প্রতিশ্র“তি দেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আন্দোলনকারী নেতারা জানান এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মালিক শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করবেন। এ সময় তামাবিল স্থল বন্দর  কয়লা আমধানীকারক গ্র“পের সভাপতিন লিয়াকত আলী, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি দিলু মিয়াসহ আন্দোলনকারী নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি