সিলেটের নারীরা অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক পিছিয়ে আছে – জেলা প্রশাসক

22

Shelai & Beautificationগতকাল ১১ এপ্রিল শনিবার চেম্বার কনফারেন্স হলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও এফবিসিসিআই এর উদ্যোগে এবং দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সার্বিক সহযোগিতায় নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রসারণ কর্মসূচীর আওতায় ৮ দিন ব্যাপী বেসিক সেলাই কাটিং ও বিউটিফিকেশন প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে আন্তরিকতা সাথে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রের সার্বিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সিলেটের নারী সমাজ দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক পিছিয়ে আছে। তিনি চেম্বারের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে আসার আহবান জানান। ‘নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রসারণ কর্মসূচী’র পরিচালক ও উপ সচিব মোঃ কফিল উদ্দিন কাইয়া এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ আবু জাফর। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় দুইটি ক্যাটাগরিতে ৪০ জন মহিলা ৮ দিন ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করছেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজিয়া বেগম, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোঃ মামুন কিবরিয়া সুমন, সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক জিয়াউল হক ও মোঃ লায়েছ উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মোঃ হিজকিল গুলজার, মোঃ সাহিদুর রহমান, এজাজ আহমদ চৌধুরী, এ টি এম শোয়েব, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, মোঃ বশিরুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি