জগন্নাথপুরে ভূরাখালী ব্রিজের উদ্বোধনকালে সুরঞ্জিত সেন ॥ সামাদ আজাদ ছিলেন আমার রাজনৈতিক নেতা

64

jagannathpur pic.মোঃ শাহজাহান মিয়া, জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভূরাখালী গ্রামের বাসিন্দা সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের বাড়ির পাশে জগন্নাথপুর ও দিরাই উপজেলার সীমান্তবর্তী স্থানীয় খামারখাল নদীর উপর নব-নির্মিত ভূরাখালী ব্রিজের উদ্বোধন করেছেন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত এমপি। গতকাল শনিবার নব-নির্মিত ব্রিজের উদ্বোধন উপলক্ষে স্থানীয় ভূরাখালী গ্রামের ফেরিঘাট এলাকায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরকারের আইন বিষয়ক উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত এমপি। দিরাই উপজেলার জগদল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছোবা মিয়ার সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবলীগ নেতা লাভলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিরাই পৌরসভার মেয়র আজিজুর রহমান, দিরাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট ছইল মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল হাফিজ, উপজেলা যুবলীগের সভাপতি রমজান আলী, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা জিল্লুর রশীদ লীল, উপজেলা আওয়ামীলীগ নেতা ও জগন্নাথপুর হাওর উন্নয়ন পরিষদের সভাপতি শহীদুল ইসলাম বকুল প্রমূখ। সভায় জগন্নাথপুর হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, জগন্নাথপুর থানার এস আই মঈন উদ্দিনসহ জগন্নাথপুর ও দিরাই উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেন, বর্তমান সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এ ব্রিজটি উদ্বোধনের মধ্যে দিয়ে জগন্নাথপুর ও দিরাইবাসীর জন্য যোগাযোগের সেতুবন্ধন সৃষ্টি হয়েছে। ব্রিজটি চালু হওয়ায় অত্র অঞ্চলের জনসাধারণকে আর দুর্ভোগ পোহাতে হবে না। ব্রিজটি অত্র অঞ্চলে সরকারের উন্নয়নের মাইলফলক হয়ে থাকবে। সভায় অন্যান্য বক্তারা উক্ত ব্রিজটি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের নামে নামকরণ করার প্রস্তাব দেন। এ সময় তাদের প্রস্তাবের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেন, সামাদ আজাদ আমার রাজনৈতিক নেতা ছিলেন। এ ব্রিজটি অবশ্যই সামাদ আজাদের নামে নামকরণ করা হবে বলে তিনি ঘোষণা দেন।