শিশু অপহরণের ঘটনায় ছাতক জামায়াতের বক্তব্য ॥ প্রকৃত অপরাধীদের আড়াল করতে একটি মহল ঘটনাকে রাজনৈতিক কালার দেওয়ার অপচেষ্টা করছে

33

ছাতকের নোয়ারাই ইউনিয়নে শিশু অপহরণের ঘটনা বিভিন্ন গণমাধ্যমে জামায়াতকে জড়িয়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন ছাতক পৌর জামায়াতের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সুনামগঞ্জ জেলা জামায়াতের মজলিশে শূরা সদস্য ও ছাতক পৌর আমীর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, সেক্রেটারী ইঞ্জিনিয়ার নোমান আহমদ বলেন, কোথাও কোন ঘটনা ঘটলে এবং দাড়ি-টুপি তথা আলেম-উলামা হলেই জামায়াতের সংশ্লিষ্টতা খোঁজার এক অসুস্থ প্রতিযোগিতা চলছে। তারা বলেন, ইমাম সুয়েবুর রহমানের সাথে গ্রেফতারকৃত ঘটনার হোতা আওয়ামী যুবলীগ জাহেদ ও রফিকুর রহমান গ্রেফতার হলেও তাদের নিয়ে কোন কোন কথা না বলে জামায়াতকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে । মূলত প্রকৃত অপরাধীদের বাঁচাতে ক্ষমতাসীন একটি মহল নির্মম এই ঘটনাকে রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা করছে ।
শিশু অপহরণের ঘটনায় আটককৃত স্থানীয় মসজিদের ইমাম সুয়েবুর রহমান সুজন জামায়াতের কেউ নয়। একটি কুচক্রি মহল ঐ এলাকায় জামায়াতের ভাব মর্যাদা ক্ষুন্ন করার জন্য ইমামকে জামায়াত সংশ্লিষ্ট বলে কল্প-কাহিনী রচনা করেছে। নেতৃবৃন্দ বলেন, প্রকৃত পক্ষে জামায়াত গণতান্ত্রিক, আদর্শিক গণমানুষের একটি সংগঠন। দেশ ও রাষ্ট্র বিরোধী কোন কাজে জামায়াতের কোন সংশ্লিষ্টতা নেই। এমনকি কোন অপরাধীর স্থান জামায়াতে নেই। নেতৃবৃন্দ শিশু অপহরণের ঘটনায় অপরাধী যেই হোক সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের আহবান জানান এবং শিশুর অভিভাবকদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি