কাব্যতায়

25

জালাল আহমেদ জয়

কাব্যতায় আমি এঁকে যাই
রংগীন দুনিয়া
যাবে না কোথাও দূরে
এ কাব্য আমায় ছাড়িয়া।

মানুষের বুকে আছে যত ভালোবাসা,
সব যেন তার নিখুঁত মনে
কাব্যে খুঁজে ফিরে আশা।

সুখে দুখে মনের নিবিড়ে
বাজে যত কথা,
সব যেন হয় পূর্ণভাবে
কাব্যে লেখা যেথা
ধূসর রংগে কালো মেঘে; আসে যত বৃষ্টি,

সব যেন তার মধুর ভাষায়
কাব্য করে সৃষ্টি।