ক্ষমা কাব্য

46

সৌমেন কুমার

আমায় ক্ষমা করো বিধি
আমায় ক্ষমা করো,
পাপের ভারে ঝারো ঝারো
কাঁপি থরো থরো।

শূন্যে পড়ে পুণ্যের থলি
নেই তো পারের কড়ি,
সময় কালে বোকার মত
সম্পদ পাহাড় গড়ি।

কারোর হিতে আসিনিকো
চলেছি খেয়াল খুশী,
অন্যের ভাগ্যে বিষ দিয়েছি
আমি চরম দোষী।

পাপের বোঝায় কুঁজো আজি
পাপে পকেট জমা,
আমায় ক্ষমা করো বিধি
আমায় করো ক্ষমা।