অবুঝ মন

28

মিজানুর রহমান মিজান

কি হবে দিয়ে ঘরবাড়ি
যাইতে হবে সংসার ছাড়ি
তবু না বুঝাইতে পারি অবুঝ মন।

বাপ দাদা সবাই গেলা
এ ভবে কেউ না রইলা
শূন্য হাতে গেছেন একেলা
মাটিতে মিশে তনুমন।

মনে প্রাণে চাইলে আত্বীয়স্বজন
সোনাদানা টাকাকড়ি ধনজন
যাবার বেলা একেলা রোদন
অন্ধকারে বসতি স্থাপন।

অন্যের ধন কাড়িয়া
আপনার লাগিয়া
ভান্ডার ভরা ধন থইয়া
যার যার ভাবনায় ব্যস্ত স্বজন।

ভবে তুমি হইলে আন্ধা
প্রাণ সঁপিয়া করলে ধান্ধা
করতে যদি এসব নিন্দা
পাইতে অমূল্য ধন।