জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

77

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় রুমান মিয়া (১৫) নামের এক কিশোর নিহত হয়েছেন। সে সিলেটের টুকের বাজার এলাকার লামাগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের মমিনপুর নামক স্থানে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ১১ টার দিকে নিহত রুমান মিয়া তার পরিবারের লোকজনদের নিয়ে একটি সিএনজি অটোরিক্সাযোগে সিলেট থেকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামে মামার বাড়ি যাচ্ছিলেন। ঘটনাস্থলে যাওয়ার পর অটোরিক্সাটির সামনের চাকার এক্সেল ভেঙে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় অটোরিক্সার সামনে বসা যাত্রী নিহত রুমান নিজেকে বাঁচাতে চলন্ত গাড়ি থেকে সড়কে লাফিয়ে পড়লে পিছন থেকে আসা একটি দ্রুতগামী মিনিবাসের চাকার নীচে পড়ে মাথা তেতলে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর ঘাতক বাস পালিয়ে যায়। এদিকে সড়কের খাদে পড়ে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গেলেও গাড়িতে থাকা অন্যান্য যাত্রীদের কোন ক্ষতি হয়নি। তবে ঘটনার পর অটোরিক্সা চালক পালিয়ে গেছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। জগন্নাথপুর থানার ইর্মাজেন্সি অফিসার এস আই রতন দেবনাথ জানান, লাশটির ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণের ও এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জগন্নাথপুর মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রেজন মিয়া জানান, এ ঘটনায় বাস চালকের কোন দোষ নেই। অটোরিক্সার এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার সময় যাত্রী রুমান মিয়া লাফ দিয়ে সড়কে এসে চলন্ত বাসের নীচে পড়ে যায়। তখন বাসের চালক অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি।