জুড়ী উপজেলা পরিষদের উপ-নির্বাচন ॥ মন্ত্রী মহসিন আলীর প্রার্থী গুলশান আরা বিজয়ী

27

juri.Cearman_sm_151905558জুড়ী থেকে সংবাদদাতা :
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শান্তিপূর্ণভাবে শেষ হলো মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। নির্বাচনে আওয়ামীলীগের সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলয়ের প্রার্থী প্রয়াত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম এ মুমিত আসুকের সহধর্মিনী গুলশান আরা মিলি ঘোড়া প্রতীক নিয়ে  ২২ হাজার ৪শ ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী আওয়ামীলীগের হুইপ শাহাব উদ্দিন গ্র“পের প্রার্থী বদরুল হোসেন মাষ্টার  আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৭ শ ৬৩ ভোট। গতকাল রবিবার রাত পৌনে ৮ টায় বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উক্ত নির্বাচনের সহকারী রিটার্ণিং অফিসার মো: শহীদুল ইসলাম।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিএনপির গিয়াস উদ্দিন হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৫ শ ৭৬ ভোট, বিএনপির হোসনে আরা বেগম মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১শ ৯৭ ভোট, তাজুল ইসলাম কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ২শ ৫২ ভোট ও আব্দুল মুহিত শিপলু দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ ভোট।
জুড়ী উপজেলার ৩৮ টি ভোট কেন্দ্রে মোট ৮৯ হাজার ৪শ ১ জন ভোটারের মধ্যে ভোটারাধিকার প্রয়োগ করেন ৫০ হাজার ৯ শ ৩৭ ভোটার।