শিক্ষার মূলমন্ত্র হচ্ছে মানুষকে বিচ্ছিন্ন নয় ঐক্যবদ্ধ করা ——-শিক্ষাবোর্ড চেয়ারম্যান

62

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক একেএম গোলাম কিবরিয়া তাপাদার বলেছেন, শিক্ষা মানুষকে পরিপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। মানুষকে বিচ্ছিন্ন নয় শিক্ষার মূলমন্ত্র হচ্ছে মানুষকে ঐক্যবদ্ধ করা। তিনি বলেন, আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর কর্মক্ষম শিক্ষা বাস্তবায়ন বর্তমান সরকারের অঙ্গীকার। তিনি বলেন,শিক্ষাবৃত্তি ছাত্রছাত্রীদের মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মধ্যে যারা বৃত্তিপ্রাপ্তি ধরে রাখতে পারে তারা জীবনে সফলকাম হয়। গোলাম কিবরিয়া শিক্ষার্থীদের পাশাপাশি স্কুলের শিক্ষকদের পুরস্কৃত করায় ট্রাস্টের সাথে সংশ্লিষ্টদের ভুয়শী প্রশংসা করেন।
গতকাল শনিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে আব্দুল হাছিব-ফাতিমা খাতুন এডুকেশন ট্রাস্টের উদ্যোগে উপজেলার ৪ উচ্চ বিদ্যালয়ের ৪০ জন গরীব মেধাবী শিক্ষার্থীর একাডেমিক খরচ প্রদান ও ২০১৪ সালের দু’টি শ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আব্দুল হাছিব-ফাতিমা খাতুন এডুকেশন ট্রাস্ট বাস্তবায়ন কমিটির সভাপতি হাজি মস্তুফা উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান।
ট্রাস্টের সাধারণ সম্পাদক জুয়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলাম চৌধুরী, দুবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. ইাজিম উদ্দিন, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ। বক্তব্য রাখেন ২০১৪ সালে উপজেলা শ্রেষ্ঠ দু’স্কুল খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের সহকারি প্রধান শিক্ষক অমলেন্দু দে ও নবাং সুতারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাফসা বেগম, বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বুরহান উদ্দিন মাস্টার, বিয়ানীবাজার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহজানুল ইসলাম লায়েক, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, সাপ্তাহিক সম্ভাবনা পত্রিকার সম্পাদক মাছুম আহমেদ, বাউরভাগ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, ট্রাস্টের সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হোসাইন আহমদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবির আহমদ। বিজ্ঞপ্তি