বর্তমান প্রেক্ষাপট

45

সৌমেন দেবনাথ

দেশের জন্য দশের জন্য
জাগতো যদি গো বোধ,
দিনের পর দিন এভাবে
চলতো না অবরোধ !

জনগণকে কেউ সেবা দেয়
আচ্ছেমতো কিলিয়ে,
আন্দোলনকে দমন করে
পুলিশদেরকে লেলিয়ে !

গণতন্ত্র হিমঘরেতে
কাতরে কাতরে ঘুমায়,
গরীব দুখী পুড়ে মরে
ককটেল, পেট্রোল বোমায়!

আলোচনা আলুছানা
ক্ষমতা চাই না কেউ,
মুখে মুখে গণতন্ত্র
মনে পরিবারতন্ত্রের ঢেউ !