চিত্রাংকনের মাধ্যমে শিশুদের মেধার বিকাশ ঘটে — কাউন্সিলর সৈয়দ মিসবাহ

33

কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন বলেছেন, চিত্রাংকনের মাধ্যমে শিশুদের মেধার বিকাশ ঘটে। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে চিত্রাংকন বিশেষ ভূমিকা পালন করে তাই শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে কেমুসাস এর এই আয়োজন। জয়নুল আবেদীন দেশের অনেক বড় চিত্রশিল্প ছিলেন। আমি চাই তার মত আমাদের দেশের ও এ অঞ্চলের শিশুরা বড় চিত্রশিল্পী হবে।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আয়োজিত বইমেলার চতুর্থদিনে খ বিভাগের চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেমুসাস সহসাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী’র পরিচালনায় ও সাধারন সম্পাদক আজিজুল হক মানিক সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন কেমুসাস কোষাধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরীর হায়াত,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সাদেক লিপন প্রমুখ।
সভাপতির বক্তব্যে কেমুসাস এর সাধারন সম্পাদক আজিজুল হক মানিক বলেন কেমুসাস সিলেটে সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশেষ করে ভাষা আন্দোলন কেমুসাস এর ভূমিকা সর্বজন স্বীকৃত। আজকের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন সংস্কৃতি বিকাশের একটি অংশ। বিজ্ঞপ্তি