দিরাই উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে সিলেটে প্রচার মিছিল

29

Dirai H School Rellyভাটিবাংলার ঐতিহ্য দিরাই উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবকে সামনে রেখে সিলেট মহানগরীতে প্রচার মিছিল করা হয়েছে।
দিরাই উচ্চ বিদ্যালয় শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন পরিষদ, সিলেট এর আয়োজন করে। মহানগরীতে অবস্থানরত দিরাই ও শাল্লা উপজেলাবাসী এতে যোগ দেন।
শুক্রবার বিকেল ৫টায় প্রচার মিছিলটি ঐতিহাসিক আলী আমজদের ঘড়িঘর প্রাঙ্গণ থেকে বের হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
প্রচার মিছিলে নেতৃত্ব দেন দিরাই উচ্চ বিদ্যালয় শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন পরিষদ, সিলেটের আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী ও জ্যেষ্ঠ সাংবাদিক আল-আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন মহিম চন্দ্র দাস, প্রভাকর চৌধুরী, আব্দুল কুদ্দছ সর্দার, খালেদ মিয়া, শিবলী আহমদ বেগ, রঞ্জিত রায়, সুরঞ্জিত বর্মণ, আক্তার হোসেন, হাসান চৌধুরী, শাহ আলম, রওশান জালাল কোরেশী, শীতল বাবু, আকিক মিয়া, সুজন তালুকদার, পীযুষ চক্রবর্তী প্রমুখ।
আগামী ২৯ ও ৩০ মার্চ সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে দিরাই উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে প্রধান অতিথি থাকবেন।