দেশের উন্নয়নে বাধা দিচ্ছেন খালেদা জিয়া —–প্রতিমন্ত্রী এমএ মান্নান

28

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর সাধারণ পাঠাগারের ৩৩ বছর পূর্তি উপলক্ষে ‘কথকতা’ নামক মুখপত্রের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সৈয়দপুর বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ূন কবির, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মুহিবুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ নুরুল ইসলাম দুলু প্রমুখ। সভায় পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাফরোজ ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক শায়েক আহমদসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড দেখে বিরোধী দল দিশেহারা হয়ে পড়েছে। তারা দেশে হরতাল-অবরোধের নামে সহিংসতা চালাচ্ছে। একের পর এক আন্দোলন দিয়ে দেশের উন্নয়নে বাধা দিচ্ছেন খালেদা জিয়া। তিনি আরো বলেন, জগন্নাথপুর উপজেলার বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নমূলক কর্মকান্ড এগিয়ে চলেছে। তিনি সরকারের এসব উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।