আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ॥ নগরীর তেররতনে ১৩টি দোকান ভাংচুর করলো ছাত্রলীগ

46

স্টাফ রিপোর্টার :
নগরীর শাহজালাল উপশহরে ছাত্রলীগের দুটি গ্র“প ফের সংঘর্ষে জড়িয়ে পড়েছে। সেখানে আধিপত্য বিস্তার নিয়েই নিজেদের মধ্যে সংঘাত চালাচ্ছে ছাত্রলীগ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে ছাত্রলীগের ছামাদ গ্র“প উপশহরের তেরো রতনের ১৩ টি দোকান ভাঙচুর করেছে। এ সময় তারা যুবলীগের শামিম গ্র“পের কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ করে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপশহরের এ ব্লক এলাকাটি নিয়ন্ত্রণ করছেন যুবলীগ নেতা শামিম ইকবাল। তিনি তেরো রতন এলাকাটি নিয়ন্ত্রণে রেখেছেন। সেখানে আধিপত্য বিস্তার করতে চায় ছাত্রলীগের সামাদ গ্র“প। গত বৃহস্পতিবার রাতে যুবলীগ নেতার সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে যুবলীগ নেতা শামিম গ্র“প ও মহানগর ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক দুলাল হোসেন গ্র“প। এ সময় শামিম ইকবালের কর্মীরা এ ব্লকের ৩৯ নম্বর দোকানে ভাংচুর করে। এর জের ধরে শুক্রবার বিকেলে দুলালের পক্ষ হয়ে ছাত্রলীগের সামাদ গ্র“পের কর্মীরা শামিম ইকবালকে ধাওয়া করেন। এ সময় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এক পর্যায়ে তেরো রতনের ১৩ টি দোকান ভাংচুর করে ফিরে আসে ছাত্রলীগের সামাদ গ্র“প।
উল্লেখ্য, কিছুদিন পূর্বেও তালতলা এলাকায় ছাত্রলীগের সামাদ গ্র“প ও যুবলীগের পিযুষ গ্র“পের মধ্যে সংঘর্ষেও ঘটনা ঘটেছে। মূলত, আধিপত্য বিস্তার নিয়েই সিলেট নগরীতে ছাত্রলীগ এখন মুখোমুখি।
যোগাযোগ করা হলে ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ ও যুবলীগ নেতা শামিম ইকবালকে মুঠোফোনে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। গতকাল বিকেলে ছাত্রলীগের নিজেদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।’