তোমাতে হারাই

40

জালাল আহমেদ জয়

আজি মনো হেরি
তরী ভাসায়ে মনতালে,
তোমার ছায়ায় হলাম মাতালে
যাবো কনে ঘীরি,

আমাতে তোমাতে
হারাই জীবন ভরি,
আমার কাছে লাগে যেনো
তুমি সেই পরী
আহা এখন কি করি ?

স্বপ্নের আলোকে দেখি যে তোমারে,
দেখেছ কি
একবার এই আমারে ?

হায়গো আমার পরান মরে যায়,
প্রেম ছাড়া এ ভুবনে
আর কিছু নাহি চায়।

আমার এ ধরায়
কত ছন্দ বিলায়,
আমার এ প্রাণ শুধু
তোমাতে হারায়।

কিছু নাহি চায় এ প্রাণ
তুমি বিহনে,
থাকিতে পারি না তুমিহীনা
এই ভুবনে।