তেতলীর ওসমান চেয়ারম্যানের বাড়িতে বিএনপি-জামায়াতের হামলা ভাংচুর লুটপাট

69

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ওছমান আলী চেয়ারম্যানের বাড়িতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা হামলা ভাংচুর লুটপাট চালিয়েছে। গতকাল বুধবার রাত ১০ টার দিকে চেয়ারম্যান ওছমান আলীর ভানেশ্বরপুর নিজ বাড়িতে হঠাৎ এ অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের প্রতিরোধ করতে গিয়ে চেয়ারম্যান ওছমান আলীর ভাই আঙ্গুর মিয়া, হাসানুল রহমান শিশু ও বকুলি বেগম নামের ৩ জন আহত হন। তাদেরকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তবে হঠাৎ এ ভাবে তার বাড়ি কি জন্য হামলা হয়েছে চেয়ারম্যান ওছমান আলী তা বুঝে উঠতে পারছেন না।
তিনি জানান, গতকাল রাত ১০ টার দিকে হঠাৎ দক্ষিণ সুরমা বিএনপির সহ-সভাপতি আব্দুল মমিন ছইল মিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াতের ২৫/৩০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। পরে তারা বসতঘরে প্রবেশ করে ২ লাখ ৬০ হাজার টাকার এলসিডি টিভি, চেয়ার-টেবিল, সোফা ভাংচুর ও লুটপাট করে। এতে প্রায় তার ৩/৪ লাখ টাকার ক্ষতি হয়। এ সময় গ্রামবাসী হামলাকারীদের প্রতিরোধ করলে এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়। তখন হামলাকারীদের হামলা মহিলাসহ ৩ জন আহত হন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ এক দল পুলিশ গতকাল রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় চেয়ারম্যান ওছমান আলী হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।