মৌলভীবাজারে শালিস বৈঠকে দুই মাতব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৬

31

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুনিয়ারপাড় গ্রামে একটি শালিস বৈঠকে দুই মতব্বরদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এক সংঘর্ষে নারী-পুরুষ সহ কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। জানা যায়, শনিবার সকাল ১০টায় উক্ত গ্রামের তমজিদ মিয়ার খরিদা জমির দখল নিয়ে মন্তই মিয়ার বাড়িতে এক শালিস বৈঠক বসে। স্থানীয় মেম্বার আমির আলী, কমরুদ্দিন, আব্দুল কাহির চৌঃ, মঙ্গল মিয়া সহ এলাকার মাতব্বরদের সমন্বয়ে উক্ত শালিস বৈঠকে, শালিস বৈঠকের বিচারক মুনিয়ার পার গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে জয়নাল মিয়া ও ফতেপুর গ্রামের ইব্রাহীম আলীর ছেলে মোহাম্মদ আলী বিভিন্ন যুক্তি তর্কে জড়িয়ে গেলে তা হাতাহাতিতে রুপ নেয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি এ সংঘর্ষে উভয় পক্ষের ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা রাজনগর ও মৗলভীবাজার স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেলেও নাম ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।