ফুটবল খেলাকে কেন্দ্র করে ॥ জৈন্তাপুর সীমান্তে বাংলাদেশী ও খাসিয়াদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অর্ধশত

38

14,1জৈন্তাপুর থেকে সংবাদদাতা  :
উপজেলা জৈন্তাপুর সীমান্তের ১২৯৪ আন্তর্জাতিক পিলার এলাকায় দু-দেশের মধ্যে প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় দেশের নাগরিকের মধ্যে হাতা-হাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়দেশের অন্তত ৫০জন আহত হয়েছেন। খেলার বিষয়ে ৫ বিজিবি ও ৪১ বিজিবি কিছুই জানে না বলে জানিয়েছে।
জানা যায় প্রতি বৎসরে জৈন্তাপুর উপজেলার ১২৯৪নং আন্তর্জাতিক সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের চাঁনঘাট নামক স্থানে ফুটবল খেলা আয়োজন করে ভারতীয় খাসিয়ারা। বৎসরে ভারতীয়রা চাঁনঘাট মাঠে কয়েক বার ফুটবল খেলা আয়োজন করে থাকে। এ বৎসর ২য় বার টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এদিকে ফুটবল টুর্ণামেন্টের নামে মূলত এখানে চলে মদ, জুয়ার অপেন আসর। উন্মুক্ত মদ জুয়ার আসরে সিলেট শহব সহ বিভিন্ন স্থান থেকে জুয়াড়ী ছুটে আসেন এখানে। গত শুক্রবার ভারতের চাঁনঘাটে অনুষ্ঠিত খেলার দ্বিতীয় দিনে যথারীতি খেলা অনুষ্ঠিত হয়। বিকাল গড়িয়ে আসতেই ভারতের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের ২টি টিম ফাইনালে চলে যায়। ফাইনালে যাওয়াকে কেন্দ্র করে ভারতীয় খাসিয়াদের সাথে বাংলাদেশেীদের কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায় ভারতীয় খাসিয়ারা বাংলাদেশীদের উপর বুকিদা, তীর ধনুক, বাটুল নিয়ে আক্রমণ করে। এ ঘটনায় উভয় দেশের অন্তত ৫০জন আহত হয়েছেন।
অপরদিকে দুপুর ১টায় বাংলাদেশ সীমান্তে জুয়া খেলাকে কেন্দ্র করে ২জন আহত হয়েছেন। আহতরা হল গোয়াইনঘাট উপজেলার আরীরগাঁও ইউনিয়নের রাউৎগ্রামের বরকত উল্লার ছেলে আজমত উল্লাহ(৫০), অপরজন হল গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের রাউৎগ্রামের আব্দুল হাসিমের ছেলে খলিলুর রহমান(৪৫)। পরে ভারতীয় বিএসএফ এসে বাংলাদেশীদের তাড়িয়ে দেন।
এদিকে ৫ বিজিবির শ্রীপুর কোম্পানী কমান্ডার আব্দুর রশিদ বলেন- ভারতের চাঁনঘাট ফুটবল খেলা হচ্ছে এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। বিষয়টি আমি খতিয়ে দেখছি।