দিরাইয়ে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ॥ শিক্ষার উন্নয়ন ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব না

19

দিরাই থেকে সংবাদদাতা :
উপজেলার জগদল ইউনিয়নের রাজনগর মোহাম্মদীয়া এবতেদায়ী মাদরাসার প্রাথমিক শিক্ষা সমাপনীদের সংবর্ধনা ও  সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শুক্রবার মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল হালিম। তিনি বলেন, ভাটি অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। আমাদের এলাকার গরীব দুঃখী অসহায় মানুষের সন্তানেরা এ মাদরাসায় লেখাপড়া করে তাদের ভবিষ্যৎ জীবন সুন্দর করে গড়ে তুলবে, শিক্ষায় পিছিয়ে থাকা আমাদের ভাটি অঞ্চলে জ্ঞানের  আলো জ্বালিয়ে তারা নিজেকে ও আমাদের এলাকাকে আলোকিত করবে এ আশা নিয়েই আমি এ মাদরাসা প্রতিষ্ঠা করেছি। আমার বিশ্বাস এলাকার সকল শ্রেণী পেশার লোকজন মাদরাসার উন্নয়নে এগিয়ে আসবেন। শিক্ষক অভিভাবক এবং ছাত্রদের সমন্বিত প্রচেষ্টায় আমাদের মাদরাসা প্রতি বছর ভালো রেজাল্ট করে আসছে। আমি আশাবাদী আমাদের এ ফলাফল অব্যাহত থাকবে। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও সুপার আনোয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আবু বক্কর, তসলিম উদ্দিন, আঃ রকিব, ছালিক মিয়া, ছফির মিয়া, কাঁচা মিয়া, সফিজুর মিয়া, শিক্ষক ফারুক মিয়া, মোতাওয়াল্লি আঃ মন্নান, ইমাম মাও. নুরুল হুদা, হাফিজ আকিকুর রহমান, জাহিদ মিয়া, পাবেল মিয়া, নবীর হোসেন চৌঃ, মোছাঃ হাবিবা আকতার, মোছাঃ ছাদিকুর নাহার, মোছাঃ আমিনা বেগম, মোছাঃ বুশরা আক্তার, মাছুমা আক্তার, ইমা আক্তার, সুলতানা আক্তার, শাবনাজ আক্তার প্রমুখ।