অজস্র প্রেরণায়

29

নেছার আহমদ নেছার

পৃথিবীর কত মানুষ কত জাতি
কত যে ভাষায় কথা বলে
আমরা কথা বলি বাংলা ভাষায়;

সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আজও আমরা
যে ভাষায় প্রাণের কথা বলি-
সেখানে আমাদের সত্ত্বায় কৃষ্টি ও সংস্কৃতিতে
নিবিড় আবেদন অভিব্যক্তি উচ্ছ্বাস

প্রাণের বন্ধনে নিপুণ
অভিব্যক্তির সমন্বয় আ-হা আমার বাঙলা ভাষার উত্তরণ।
সে ভাষার বর্ণমালায় অবুঝ শিশুর
কথা বলার উচ্চারণ ভাবিয়ে তুলে অনাগত ভবিষ্যৎ,

এই বাংলার নদীর কলতানে পাখির গানে
ফুলের সুবাস আর গৌরবে সৌরভে মাথা উঁচু
করে বেঁচে থাকার অজস্র প্রেরণায়।