স্বপ্নের পরী

125

জালাল আহমেদ জয়

নীল নয়না আঁখি দুটি
চাঁদনী জ্যোৎস্নায়,
অধর আকাশে ভেসে যায়
যে তোমার মুখটি।

ঘুমের ঘোরে ডাকি তোমায়
মনের ও বাগানের মোহনায়;
মায়াবরণ মুখটি তোমার
ভূষণ কালো চুল,
রূপের ছায়া দেখে তোমার
স্বপ্ন আমার হারায় যেন কূল।

জনম জনম ধরে স্বপ্ন এঁকে যাই
পরীর মত মুখটি তোমার;
দেখতে যেন পাই,
আর কিছু না চাই।

পরী হয়ে এ জীবনে চলে আসো না,
আপন হয়ে থেকো পাশে
দূরে যেও না।

নীল নয়না আঁখি দুটি
চাঁদনী জ্যোৎস্নায়,
অধর আকাশে ভেসে যায়
যে তোমার মুখটি।