দক্ষিণ সুনামগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার

46

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি ও ২০ দলীয় জোটের আহবায়ক মোঃ ফারুক আহমদের  নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহ¯পতিবার বিকাল ৫টায় উপজেলার পাগলা বাজারে সিলেট সুনামগঞ্জ সড়ক প্রদক্ষিণ শেষে পাগলা বাজারে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোঃরওশন খান সাগরের সভাপতিত্বে, উপজেলা জামায়াতের সেক্রেটারী হাফিজ খালেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি ও ২০ দলীয় জোটের আহবায়ক মোঃ ফারুক আহমদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দাল মেম্বার, সিরাজ মিয়া, আব্দুল মজিদ, আবুল খয়ের।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সহিবুর রহমান, নুরুল ইসলাম, আব্দুল মুকিত, নুর উদ্দিন, সলিব নুর বাচ্চু, তোফায়েল আহমদ, আরাফাত আলী, আবুল কাশেম, খলিলুর রহমান, শাহীন মিয়া, মুজিবুর রহমান, ছাদিক মিয়া, তফজ্জুল হোসেন, জয়নাল আবেদীন, জিয়া উদ্দিন, জিয়াউর রহমান, দিদার চৌধুরী, আমিরুল হক, শহীদ মিয়া, উপজেলা জামায়াত নেতা মাসুক আলম, শামীম আলম, হাফিজ নজরুল ইসলাম মিলন, মাসুম আহমদ, হাফিজ জুবায়ের আহমদ সুজন, সোহেল আহুমদ শিশু, উপজেলা শ্রমিক দল নেতা জোবায়ের আহমদ, আরিফ মিয়া, ছাত্রদল নেতা হুমায়ূন কবির, শফিকুল ইসলাম, লিটন আহমদ, হাসান মিয়া, আতিক, রুমান, ইয়াহিয়া, মাজেদুল, সদ্দেনুর, কোহিনুর, রুহুল, তদ্দিছ আলী, জাকব, শ্যামল, কাউছার, সাইফুর, হেলাল, জুনেদ, শিবলু, মাছুম, শামীম, ফয়ছল, রাজু, নাছির, মিলন, সাজু, হুমায়ুন রশিদ, সেকুল মিয়া, রথিন্দ্র সহ প্রমুখ।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি ও ২০ দলীয় জোটের আহবায়ক মোঃ ফারুক আহমদের  নেতৃত্বে মিছিল ও সমাবেশের শেষ হওয়ার কিছুক্ষণ পর পাগলা বাজার থেকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জামায়াত নেতা হাফিজ নজরুল ইসলাম মিলনকে গ্রেফতার করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।
২০ দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, পাগলা বাজারে উপজেলা ২০ দলীয় জোটের মিছিল ও সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার জামায়াত নেতা হাফিজ নজরুল ইসলাম মিলনকে গ্রেফতার করেন দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই জয়নাল এর নেতৃত্বে একদল পুলিশ।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ২০ দলীয় জোটের আহ্বায়ক মোঃ ফারুক আহমদ বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিল ও পথ সভা শেষে  জামায়াত নেতা হাফিজ নজরুল ইসলাম মিলনকে গ্রেফতার করে পুলিশ। তিনি গ্রেফতার তীব্র নিন্দা জানিয়ে বলেন অচিরেই তাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিন এ প্রতিবেদককে বলেন, জামায়াত নেতা হাফিজ নজরুল ইসলাম মিলন পুলিশ এসল্ট মামলার আসামী হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।