আসছে সৌর ড্রোন

28

19_126553কাজিরবাজার ডেস্ক :
অচিরে চালু করা হচ্ছে গুগলের সৌর ড্রোন। এ বছর ‘প্রজেক্ট টাইটান’ এর অংশ হিসেবে এ ড্রোনের যাত্রা শুরু হবে বলে গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুন্দার পিচাই নিশ্চিত করেছেন। বিশ্বে ইন্টারনেটের সংযোগবিচ্ছিন্ন এলাকায় এ ড্রোনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন করতে এ পদক্ষেপ নিয়েছে ওয়েব জায়ান্ট গুগল।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশঅ্যাবল জানিয়েছে, সোমবার স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস সম্মেলনে প্রজেক্ট টাইটান নিয়ে আলোচনা করেন পিচাই। এতে তিনি জানান, বিশ্বে ইন্টারনেটের সেবাবঞ্চিত ৪ কোটি মানুষের কাছে এর সংযোগ পৌঁছে দিতে গুগল একসঙ্গে তিনটি প্রকল্পে কাজ করছে। গুগল এ প্রকল্প নিয়ে কাজ করছে ১ বছরের বেশি সময় ধরে। এ বছরই আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ চালু করা হবে বলে জানিয়েছেন পিচাই।