হবিগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

29

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ শহরে লাইসেন্স বিহীন ভুয়া ডাক্তার, হারবাল সেন্টার ও ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে। এ খবর শুনে অনেকে প্রতিষ্ঠানে তালাবদ্ধ করে সটকে পড়ে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় শহরের ঘাটিয়া বাজারে লাইসেন্স না থাকায় তারা ফ্যাশনকে ১ হাজার টাকা, কন্যা ফ্যাশনকে ১ হাজার টাকা ও দেশ ফেব্রিকসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। শহরে মোবাইল কোর্ট পরিচালনার খবর মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়ে। সাথে সাথে বিভিন্ন ভূয়া ডাক্তার ও হারবাল সেন্টারসহ লাইসেন্স বিহীন প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। মোবাইল কোর্টকে সহযোগিতা করেন সদর থানার একদল পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায় এ অভিযান অব্যাহত থাকবে।