দিরাইয়ে বাড়ছে চুরি, রাত জেগে পাহারা

144

দিরাই থেকে সংবাদদাতা :
দিরাই পৌর শহরের আবাসিক এলাকায় চুরি বেড়ে যাওয়ায় চুরি ঠেকাতে রাত জেগে অনেকে নিজ বাসা পাহারা দিচ্ছেন। বিভিন্ন সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে পৌর শহরের ৭টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে শহরের হাসপাতাল গেইটের এতিমখানা ও ২টি ফার্মেসিতে চুরির হয়, এর আগের রাতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হয়। পৌর কাউন্সিলর জয়নুল হক চৌধুরী বলেন গত রাতে (মঙ্গলবার) হাসপাতাল গেইটের শাহপরান ও সুবর্ণা ফার্মেসিতে চুরি হয়, এর আগের রাতে আরামবাগ আবাসিক এলাকার ডি.এস.এস, একাডেমিতে চুরি হয়, এর চার পাঁচ দিন আগে মজলিশ পুর মসজিদে ও হাফিজিয়া মাদ্রাসায় চুির হয়, শহরে চুরি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চুরি আতংকে ভুগছেন, অনেকে চুরি ঠেকাতে রাত জেগে নিজ বাসা পাহারা দিচ্ছেন। ডিএস.এস প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা শাহজাহান সিরাজ বলেন, পরশু আমার একাডেমি চুরি হওয়ার পর থেকে চোর আতংকে আমাদের  পরিবারের কেউ ঘুমাতে পারছেন না, পাড়া প্রতিবেশী সবাই আতংকে আছেন মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হচেছ, কবে বাসায় চোর ঢুকবে এই আতংক সবার মাঝে। পৌর কাউন্সিলর এহিয়া চৌধুরী বলেন, গতকাল আমরা আমাদের পাড়ায়  মিটিং করেছি, চুরি ঠেকাতে কয়েক দিনের মধ্যে আমরা আবার বসব। সদ্য দেশে আসা লন্ডন প্রবাসী আব্দুস শহীদ চৌধুরী বলেন, গতকাল আমার বাসার পাশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হওয়ার পর থেকে চোর আতংকে ঘুম হয় না, শহরের অভিজাত আবাসিক এলাকায় যদি এভাবে চুরি হয় তবে গ্রামের অবস্থা কি হবে। দিরাই থানার এস আই সেলিম বলেন, চুরি হওয়া কয়েকটি জায়গা আমরা দেখে এসেছি, চুরি ঠেকাতে পুলিশ টহল জোর দার করা হয়েছে। দিরাই উপজেলা পরিষদেও চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেন, শহরের ব্যস্ততম হাসপাতাল রোড ও অভিজাত আবাসিক এলাকায় চুরি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে চোর আতংক দেখা দিয়েছে, চরি ঠেকাতে সাধারণ মানুষকে সচেতন ও পুলিশ টহল জোরদার করতে হবে।