জেলা ট্রাক মালিক-শ্রমিকদের সাথে মতবিনিময়কালে পুলিশ কমিশনার বোমবাজদের প্রতিরোধের আহবান

21

Photo- 2-3-15,সিলেটের পুলিশ কমিশনার কামরুল আহসান বলেছেন, ব্যক্তি স্বার্থ, দলমত ও দুর্নামের ঊর্ধ্বে উঠে অগ্নিদগ্ধ চালকদের পাশে দাঁড়াতে হবে। উন্নত চিকিৎসা ও তাদের পারিবারিক সচ্ছলতার জন্য সরকারের পাশাপাশি পরিবহন মালিক শ্রমিকদের সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। হাইওয়ে সড়কে পুলিশের বাশকলের সিগনাল মেনে একা ট্রাক গাড়ি না চালিয়ে সারিবদ্ধ ভাবে ট্রাক চালাতে হবে। তিনি বলেন গাড়ি ও চালক-হেলপারদের নিরাপত্তার স্বার্থে গাড়িতে যে কোন ধরনের অস্ত্র সঙ্গে রাখা যাবে। প্রয়োজনে নিজেরাই আইন হাতে তোলে পুলিশ প্রশাসনকে অবগত করলেই চলবে। পুলিশের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে। গতকাল সোমবার দুপুরে জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দ ও জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতিসহ নেতৃবৃন্দের সাথে এসএমপি কার্যালয়ে মতবিনিময়কালে তিনি উক্ত কথাগুলো বলেন। মতবিনিময়কালে জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সিনিয়র সভাপতি সৈয়দ মকসুদ আহম্মেদ মালিক সংগঠনের বিভিন্ন কার্যক্রম পুলিশ কমিশনারের কাছে তুলে ধরেন। তিনি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপকারীদের বিরুদ্ধে ট্রাক মালিক-শ্রমিকরা সাধারণ জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা ও প্রশাসনকে সহযোগীতা করারও আশ্বাস দেন। এ সময় তিনি ট্রাকে অভারলোড বন্ধ করতে পুলিশ প্রশাসনের পদক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।
ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি মোঃ দিলু মিয়া দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে অত্রযত্র পার্কিং না করে সারিবদ্ধ ভাবে চলাচলসহ পুলিশ প্রশাসনের সকল আইন-কানুন মেনে গাড়ি চলাচল করতে চালকদেরকে অবহিত করারও আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার রোকন উদ্দিন, ট্রাক মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হাজী আব্দুল মছব্বির, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সাহেল, সহ সাধারণ সম্পাদক নাজির আহমদ স্বপন, অর্থ সম্পাদক কয়সর আলী জালালী, সাংগঠনিক সম্পাদক মইনুল হক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহজাহান, নির্বাহী সদস্য ফয়জুল ইসলাম, ট্রাক শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক নিখিল চন্দ্র দাস, নির্বাহী সদস্য কানু মিয়া ও আলী আহমদ, প্রবীণ শ্রমিক নেতা নুর মিয়া, জমির মিয়া, শ্রমিক নেতা কাউছার আহমদ, বাচ্চু মিয়া, জুমায়েল ইসলাম জুমেল, মোঃ রিপন মিয়া, লিটন মিয়া, সামাদ আহমদ, কামাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি