হযরত রকীব শাহের মাজারে আজ থেকে ৩ দিনব্যাপী ওরশ শুরু

48

আজ ২৮ ফেব্র“য়ারী হতে সিলেটের কাজীটুলায় মহান সূফী সাধক হযরত রকীব শাহ্ (রঃ)-এর ৪৯ তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। ৩ দিনব্যাপী এই উরশ শরীফে প্রতিদিনের অনুষ্ঠানমালায় রয়েছে কোরআনখানি, মিলাদ মাহফিল, হামদ্-নাত, সামা ও কাওয়ালী মাহফিল, আধ্যাত্মিক ও ভক্তিমূলক গান।
এছাড়া ওরশ শরীফের প্রথম সন্ধ্যায় রকীব শাহ্ পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের প্রধান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. আব্দুল আউয়াল বিশ্বাস।
জাতি-ধর্ম নির্বিশেষে অলি-আউলিয়া ভক্ত সকল ধর্মপ্রাণ মানুষকে উক্ত ওরশ শরীফের বরকতময় অনুষ্ঠানমালায় শরীক হওয়ার জন্য হযরত রকীব শাহ্ (রঃ) মাজার শরীফের খাদেম আলহাজ্ব ড. কাজী কামাল আহমদ শাহ্ পীরজাদা অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি