জিয়া সংসদ নেতৃবৃন্দের বিবৃতি ॥ চিত্রনায়ক হেলাল খান গ্রেফতার ও রিমান্ডের নিন্দা ও প্রতিবাদ

38

বাংলাদেশ চলচ্চিত্রে জাতীয় পুরস্কার প্রাপ্ত সফল নায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কেন্দ্রীয় সহ-সভাপতি, সিলেটের কৃতি সন্তান জনপ্রিয় চিত্র নায়ক হেলাল খানকে অন্যায় ভাবে গ্রেফতার ও রিমান্ড নামক আওয়ামী নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জিয়া সংসদ নেতৃবৃন্দ।
এক প্রতিবাদ লিপিতে জিয়া সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট মহানগর সভাপতি এম. জহুরুল ইসলাম মখর, জেলা সিনিয়র সহ-সভাপতি ডাঃ শাহীন আহমদ, মহানগর সহ-সভাপতি আমিনুর রহমান আলম, সেক্রেটারী কাজী রকিব, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ জাবেদ হক বলেন, আওয়ামী স্বৈরাচারী সরকার এর হাতে আজ পুরো জাতি জিম্মি। শিক্ষাবিদ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও নিরাপদ নয়। বিরোধী দল দমনের নামে প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। যা হিটলারের একনায়কত্বকে হার মানিয়েছে। কিন্তু সরকারকে মনে রাখতে হবে নির্যাতন চালিয়ে সাময়িকভাবে টিকে থাকতে পারলেও ভবিষ্যৎ কখনো সুখকর হয়না। আজকের শিক্ষাকে কাজে লাগিয়ে আগামী দিনেই তাদের পরাজয় নিশ্চিত করতে পুরো জাতি তাকিয়ে আছে। নেতৃবৃন্দ অবিলম্বে হেলাল খান সহ ২০ দলীয় জোটের সকল গ্রেফতারকৃত রাজনৈতিক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবী জানান। বিজ্ঞপ্তি