সিলেট-সুনামগঞ্জ সড়কে গাড়ী পোড়ানোর ঘটনায় মামলা গ্রেফতার ৫

38

ছাতক থেকে সংবাদদাতা :
সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক এলাকায় গত শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী যাত্রীবাহী মামুন এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-ব-১৪-২৬১৫) একটি গাড়ীতে পেট্রোল বোমা ছোঁড়ে অগ্নি সংযোগের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মামুন এন্টারপ্রাইজের চালক ব্রাহ্মণবাড়িয়ার বিজেশ্বর গ্রামের মৃত নূর মিয়ার পুত্র ফারুক মিয়া বাদি হয়ে বিএনপি-জামায়াতের ২৫জনের নামউল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫০/৬০জনকে আসামী করে ছাতক থানায় (মামলা নং-১১,তাং-১৫.০২.২০১৫ইং) দায়ের করা হয়। মামলায় ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজানসহ বিএনপি-জামায়াতের ২৫নেতাকর্মীকে আসামী করা হয়েছে। এর ই ধারাবাহিকতায় গত সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দোলারবাজার দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ছায়াদুর রহমান ও শিক্ষক মাওলানা শামীমুল হক ও রোববার রাতে ভাতগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি নূর আহমদ হিরণ, তারই ভাই কয়েছ আহমদ লিটন ও জাউয়াবাজার ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামের বিএনপি কর্মী জাকারিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা-পুলিশ।