ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত ৩

35

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের ছৈলা-আফজালাবাদ ইউনিয়নে ভুগলী গ্রামে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র সহ ৩জন আহত হওয়ার ঘটনায় ছাতক থানায় ৯জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে আহত জিল্লুর রহমান বাদী হয়ে থানায় এ মামলা(নং-১০) দায়ের করেন। আহত মখদ্দুছ আলী(৫০)কে আশংকাজনকভাবে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে, একই গ্রামের সাজিদ আলীর পুত্র রইছ আলী, মছরব আলী, রইছ আলীর পুত্র সামির হোসেন, দিলোয়ার হোসেন, আলী হোসেন, চেরাগ আলীর পুত্র আনোয়ার হোসেন, আবারক আলীর পুত্র চেরাগ আলী, মছরব আলীর পুত্র আবুল হোসেন ও সুন্দর আলীর পুত্র গিয়াস উদ্দিনকে। মামলার এজহার থেকে জানা যায়, পূর্ব শত্র“তার জের ধরে গত শনিবার সকালে চাঁতলা হাওর থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা মকদ্দুছ আলীর উপর হামলা চালায়।   তাকে দা দিয়ে এলোপাতারি কুপিয়ে মারাত্মক আহত করেছে। স্থানীয়রা মাঠ থেকে মকদ্দুছ আলীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে মখদ্দুস আলী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনার পরদিন ভোরে হামলাকারীরা মকদ্দুছ আলীর বাড়ীতে আবারো হামলা চালায়। এ সময় বসতঘর ভাংচুরসহ হামলাকারীরা মখদ্দুছ আলীর পুত্র সেবুল মিয়া ও পুত্রবধূ কলছুমাকে আহত করে। আহত বেুল মিয়াকেও সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মখদ্দুছ আলীর অপর পুত্র জিল্লুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করে।