আইন-শৃঙ্খলা বিঘœকারীদের কঠোর হস্তে দমন করতে সরকার বদ্ধপরিকর —— মাহমুদ উস সামাদ এমপি

35

সিলেট-৩ আসনের এমপি, প্যানেল স্পীকার ও প্রতিরকক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, আইন-শৃঙ্খলা বিঘœকারীদের কঠোর হস্তের দমন করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। কোন অবস্থাতেই দেশের মানুষের জানমাল ক্ষয়ক্ষতি করতে দেয়া হবে না। বিএনপি-জামায়াত অবরোধ ও হরতালের নামে দেশে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যা, নৈরাজ্য ও ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত রয়েছে। তাদের এই গণবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের জনসাধারণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বা জানান। ইদানিং দক্ষিণ সুরমায় কতিপয় দুর্বৃত্ত জনগণের জানমালের ক্ষতি সাধন করছে। গত কয়েক দিন আগে লাউয়াইয়ে একটি ডাকাতির ঘটনাও ঘটে। এ ধরনের ঘটনার সাথে প্রকৃতভাবে জড়িতদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো ও নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য আইন-শৃঙ্খলাবাহিনীকে পরামর্শ দেন।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ১২ ফেব্র“য়ারী বৃহস্পতিবার দক্ষিণ সুরমা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা পান্না, সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) রীতা বেগম, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, জেলা আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল ইসলাম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, ইসমাইল হোসেন, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক সুহেল, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, কামালবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক চন্দন দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল আজিজ মালিক, উপজেলা প্রকৌশলী দূর্গেশ রঞ্জন দত্ত, লতিফা-শফি মহিলা কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, মোল্লারগাঁও ইউপি সদস্য জবরুল ইসলাম জগলু, বরইকান্দি ইউপি সদস্য নুরুল ইসলাম মাছুম, কুচাই ইউপি সদস্য আব্দুল বাছিত ছোবা, লালাবাজার ইউপি সদস্য ফয়জুল ইসলাম পয়লা, তেতলী ইউপি সদস্য ফারুক আহমদ, জালালপুর ইউপি সদস্য নুরুল ইসলাম, সিলাম ইউপি সদস্য কয়েস আহমদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম বিপ্লব চন্দ্র সরকার, গাজীরপাড়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি