গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলায় জেলা প্রশাসক ॥ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে স্বাধীনতার স্বপ্ন পূরণ হচ্ছে

37

22গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেছেন যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সে স্বপ্ন আজ বাস্তবায়ন হওয়ার পথে। ক্ষুধা ও দারিদ্র্যতা থেকে মুক্তি লাভের প্রত্যাশা নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের মাধ্যমে সে স্বপ্ন পূরণ করে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ এখন চাল রপ্তানি কারক দেশের তালিকায় নিজেদের স্থান লাভ করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে কৃষি বিজ্ঞানিদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের উদ্ভাবনী শক্তি ও দেশ প্রেম কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। তিনি বর্তমান সরকারের প্রশংসা করে বলেন, এ সরকার কৃষি বান্ধব সরকার বলে কৃষি ক্ষেত্রে সবচেয়ে বেশী অগ্রাধিকার দিয়েছে। বিনা মূল্যে সার ও বীজসহ কৃষি পন্য দিয়ে সহায়তা করায় কৃষকরা যথাসময়ে ফসল উৎপাদন করতে সক্ষম হচ্ছেন। কৃষকদের প্রতি সরকারের আন্তরিকতা ছিল বলে আজ কৃষি ক্ষেত্রে অভাবনীয় সফলতা অর্জন সম্ভব হচ্ছে। সাম্প্রতিক কালের সহিংসতা ও আগুনে পুড়িয়ে মানুষ মারার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মানুষের জান মালের নিরাপত্তার বিষয়ে সকল মহল সহনশীল হয়ে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মৌরীন করিমের সভাপতিত্বে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মুন্তাকিমের উপস্থাপনায় ও উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক খায়রুল বাসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাক্তার আব্দুর রহমান, সেক্রেটারী রফিক আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফনিন্দ্র চন্দ্র সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী ইসমাইল আলী। উপজেলা কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভার শুরুতে  স্বাগত বক্তব্য রাখেন নবাগত উপজেলা নবাগত কৃষি কর্মকর্তা খায়রুল আমিন। এসময় অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আমুড়া ইউপি চেয়ারম্যান আছদ্দর আলী, সাবেক চেয়ারম্যান বদরুল হক, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন সোনা, ছাত্রনেতা আব্দুল আজিজ মুন্না, সাংবাদিক মামুনুর রশিদ সহ সরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষক প্রতিনিধিবৃন্দ। আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শহিদুল ইসলাম কৃষি প্রযুক্তি মেলার র‌্যালীতে অংশগ্রহণ করে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র সহ সরকারী বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ৩১টি ট্যাবলেট পিসি(ট্যাব) বিতরণ করেন। বিজ্ঞপ্তি