জগন্নাথপুরে মানবাধিকার কাউন্সিলর অভিষেক অনুষ্ঠানে বক্তারা ॥ মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

29

বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে অভিষেক ও অধিকার নামক স্মারকের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানবাধিকার কাউন্সিল সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ আব্দুল হক। মানবাধিকার কাউন্সিল জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি সৈয়দ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন মানবাধিকার কাউন্সিল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আশিক মিয়া শিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রিটিশ-বাংলা খালেদ মিয়া ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ ছালিক, মানবাধিকার কাউন্সিল জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক এডভোকেট কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নাজিম কয়েছ আজাদ, সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ এর প্রভাষক মোহাম্মদ আব্দুর রব, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সবুজ সিলেট জগন্নাথপুর অফিস ইনচার্জ জহিরুল ইসলাম লাল মিয়া, মানবাধিকার কাউন্সিল জেলা শাখার সহ-আইন বিষয়ক সম্পাদক জাবেদ মোঃ নুরে আলম, মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এডভোকেট আব্দুর রহমান, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মানস রঞ্জন রায়, কবি সৈয়দ আজমল হোসেন, উপজেলা সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, গোয়াইনঘাট পত্রিকার সম্পাদক আব্দুর রহিম, সমাজসেবী এম এম সুহেল, জগন্নাথপুর প্রেসক্লাব সেক্রেটারী মোঃ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ রিয়াজ রহমান, সমাজকর্মী তকবুর মিয়া। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে মানবাধিকার আজ পদে পদে ভূলুন্ঠিত হচ্ছে। আমরা একজন মানুষ হিসেবে যে দিন মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবো সেদিন একটি সত্যিকারের মানবাধিকার দেশে প্রতিষ্ঠা লাভ করবে। বক্তারা মানবাধিকার কাউন্সিল জগন্নাথপুর উপজেলা শাখার ভুয়শী প্রশংসা করে বলেন সংগঠনটি এ উপজেলায় মানুষের অধিকার আদায়ে ইতিমধ্যে যে স্বাক্ষর রেখেছে তা নিঃ সন্দেহে প্রশংসার দাবীদার। বক্তারা মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। মানবাধিকার কাউন্সিল জগন্নাথপুর উপজেলার শাখার সেক্রেটারী মকবুল হোসেন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ইয়াকুব মিয়া ও দিলোয়ার হোসেনের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার কাউন্সিল জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি হাজি সোহেল আহমদ খান টুনু, বাবুল খান, হাজি সুহেল আমীন, প্রভাষক জাহিদ হাসান, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান রইছ, হাসিনুর রশীদ, সুয়েব হোসেন, রুয়েল মেম্বার, মুহিদুর রহমান মামুন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল, সদস্য আল আমিন, কাশেম আলী প্রমুখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জুবায়ের আহমদ। বিজ্ঞপ্তি