বাঘা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লামা মাওদূদ মাদানী ॥ হযরত শায়খে বাঘা (রাহ.) ছিলেন আধ্যাত্মিক জগতের মুকুটহীন সম্রাট

184

শায়খুল ইসলাম আল্লামা সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী (রাহ.)’র দৌহিত্র ও ফেদায়ে মিল্লাত আসআদ মাদানী (রাহ.)’র সাহেবজাদা আল্লামা সাইয়্যিদ মাওদূদ মাদানী বলেছেন, খলিফায়ে মাদানী আল্লামা বশির আহমদ শায়খে বাঘা (রাহ.) ছিলেন আধ্যাত্মিক জগতের মুকুটহীন সম্রাট। ইসলামের তরে তাঁর যে খেদমত রয়েছে, তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।
তিনি গতকাল রবিবার খলিফায়ে মাদানী আল্লামা বশির আহমদ শায়খে বাঘা (রাহ.) প্রতিষ্ঠিত বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মাওলানা আবদুল মতিন নাদিয়ার হুজুরের সভাপতিত্বে ও মাওলানা নুরুল ইসলাম জুয়েল’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বয়ান রাখেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী। মাহফিলে অন্যন্যদের মধ্যে বয়ান পেশ করেন মুফতি মুজবুর রহমান, মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুস্তাক আহমদ খান, মাদরাসার মুহতামিম মাওলানা জুবায়ের আহমদ, শিক্ষাসচিব হাফিয মাওলানা আবদুল গফ্ফার প্রমুখ। বিজ্ঞপ্তি