পেট্রোল বোমা মেরে ক্ষমতায় যাওয়া সম্ভব নয় – সমাজকল্যাণ মন্ত্রী

77

somaj kollan montri pic2সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি বলেছেন, পেট্রোল বোমা মেরে কখনো ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। যারা রাজনীতির নামে পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে হত্যা করে তারা দেশ ও জাতির শত্র“। বিএনপি- জামায়ত রাজনীতির নামের নাশকতা চালিয়ে যাচ্ছে। নাশকতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল রবিবার দুপুরে ওসমানীনগরে প্রবাসীদের অর্থায়নে নব প্রতিষ্ঠিত দক্ষিণ বড় দিরারাই প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
দক্ষিণ বড় দিরারাই প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, প্রবাসী কমিউনিটি নেতা আনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, বর্তমান সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া, যুক্তরাজ্য আ’লীগের সহ সভাপতি আবদুর রহিম সিআইপি, যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী, মৌলভীবাজার জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবুল, ওসমানীনগর উপজেলা আ’লীগ নেতা কবির উদ্দিন আহমদ, আবদুল হামিদ, আবদাল মিয়া, কাজী হেলাল, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, প্রবাসী কমিউনিটি নেতা আনহার মিয়া, ফারুক আহমদ, মুহিদুর রহমান লাল, জুনেল আহমদ নজির, সমাজসেবি আবদুল কাইয়ুম। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লাল মাহমুদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সিলেট জেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক- আব্দুল মতিন, জেলা যুবলীগ নেতা গোলাম মৌলা চৌধুরী, মুবাশ্বির আলী, আফরাফুল ইসলাম খান সুহেল, রেজাউল ইসলাম রেজা, শাহিন আহমদ, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি- নজমুল ইসলাম, ওসমানী নগর উপজেলা যুবলীগের সভাপতি-আনা মিয়া, যুগ্ম-সাধারন সম্পাদক-দিলদার আলী, সামসুল ইসলাম মিলন, সাদেক আহমদ, যুক্তরাজ্য যুবলীগ নেতা এনাম মিয়া, আব্দুর রুফ, আনহার মিয়া, সানুর আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সাইফুর রহমান, আবু তাহের, ওসমানী নগর উপজেলা যুবলীগ নেতা সেবুল আহমদ, জাহেদ সুমন, সাবুল মিয়া, আব্দুল রব, জুবের আহমদ শাহিন, খালিক মিয়া, সাজ্জাদ আহমদ, তরুন চক্রবর্তী, তোফায়েল আহমদ, জাবের আহমদ, আরফিন, মিজানুর রহমান, সৈয়দ ফয়জুর রহমান, জুবের আহমদ, উসমানী নগর ছাত্রলীগ নেতা নিপ্পন সুত্রধর, বাপ্পু দেব, রাসেল আহমদ, লিটন আহমদ, পিন্টু, শিমুল আহমদ ও মোছাবিল্লাহ, রুহেল আহমদ, সহিদুর রহমান সহিদ, আক্তার আহমদ মিনছার, ফয়জুল ইসলাম, সৈয়দ ফয়েজ, ছালিক মিয়া, আব্দুল মালেক, ফারুক মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি